গ্রুপ পর্ব থেকেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিদায়

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 10:17:22

নেশনস লিগের শিরোপা ধরে রাখার মিশন শেষ হয়ে গেছে ফ্রান্সের। ঘরের মাঠে অতিথি ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে ধরাশায়ী হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই হারের কারণে আগামী বছর ফাইনালসে খেলতে পারবে না ফরাসিরা। 

১৯৯৮ সালের পর দীর্ঘ ২৪ বছরের খরা কাটিয়ে ফ্রান্সের বিপক্ষে জয় পেল ক্রোয়েশিয়া। সেই সঙ্গে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফরাসিদের কাছে হারের মধুর প্রতিশোধ নিলো ক্রোয়াটরা।

ইব্রাহিমা কোনেট ফাউল করেন অ্যান্তে বুদিমিরকে। সুবাদে পেনাল্টি পেয়ে যায় সফর ক্রোয়েশিয়া। সুযোগটা কাজে লাগিয়ে ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন লুকা মডরিচ।

ইউরোপের মেজর লিগের শীর্ষ চার গোল স্কোরারের মধ্যে তিন জনই ফ্রান্সের। করিম বেনজেমা, কাইলিয়ান এমবাপ্পে ও ক্রিস্টোফার এনকুনকু। ত্রয়ী আক্রমণাত্মক ফুটবলারের কেউ গোল করতে পারেনি।

চার ম্যাচে দুই ড্র ও দুই হারে দুই পয়েন্ট নিয়ে কোচ দিদিয়ের দেশামসের দল গ্রুপ ওয়ানের তলানিতে থেকে বিদায় নিয়েছে এবারের আসর থেকে।

সেপ্টেম্বরে শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলবে ফ্রান্স। সেখানে খারাপ সময় কাটিয়ে ভালো করতে না পারলে লিগ বি তে নেমে যেতে পারে তারা। 

এ সম্পর্কিত আরও খবর