মেসির দুরন্ত আর্জেন্টিনা হারাল ইতালিকে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 22:17:14

দারুণ খেললেন লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। মাঠের লড়াইয়ে উজ্জ্বল থেকে দুজনেই ছড়ালেন ফুটবল জাদু। সুবাদে ওয়েম্বলির ফাইনালিসিমায় দুরন্ত আর্জেন্টিনা হারিয়েছে ইতালিকে।

ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে নতুন করে শুরু করা পুরনো এ প্রতিদ্বন্দ্বিতায় সেলেসাওরা জিতেছে ৩-০ গোলে।

এ জয়ে টানা ৩২ ম্যাচ অজেয় রইল আর্জেন্টিনা। এবং সেটা ২০১৯ সালের জুন থেকে।

মেসি নিজে গোল না করলেও সতীর্থদের দুটি গোলে সহায়তা করেছেন। লাউতারো মার্টিনেজের ওপেনিং গোলে অ্যাসিস্ট করেন এ ফুটবল জাদুকর। পরে মার্টিনেজের সহায়তায় গোল করেন ডি মারিয়া।

ইনজুরি টাইমে মেসির অ্যাসিস্টে জয়ের ব্যবধান ৩-০ তে নিয়ে যান বদলি হিসেবে মাঠে নামা পাওলো দিবালা।

ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও চিয়েল্লিনি খেলেন এ ম্যাচের প্রথমার্ধে। এটি ছিল তার ১১৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ। 

দুই মহাদেশীয় চ্যাম্পিয়নদের মধ্যে ২৯ বছরের মধ্যে প্রথম বারের মতো হলো এ লড়াই। ১৯৮৫ (ফ্রান্স) ও ১৯৯৩ (আর্জেন্টিনা) সালে হওয়া আর্তেমিও ফ্রাঞ্চি কাপ নতুনভাবে শুরু হলো কনমেবল-উয়েফা চ্যাম্পিয়নস কাপ-ফাইনালিসিমা মাধ্যমে।

এ সম্পর্কিত আরও খবর