চেলসি কিনে নিল বোয়েলি গ্রুপ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 00:09:17

অবশেষে দুই দশক পর চেলসির মালিকানা ছেড়ে দিলেন রোমান আব্রামোভিচ। রুশ ধনকুবের আব্রামোভিচের কাছ থেকে ৪৫ হাজার ৩৩০ কোটি টাকায় ইংলিশ ক্লাবটি কিনেছে মার্কিন ব্যবসায়ী টড বোয়েলির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। শনিবার বিবৃতি দিয়ে খবরটি নিশ্চিত করেছে চেলসি।

যুক্তরাষ্ট্রের বেসবল ক্লাব এলএ ডজার্সের মালিক বোয়েলি, মার্ক ওয়াল্টার, সুইস বিলিয়নিয়ার হান্সইয়োর্গ উইস ও ক্লিয়ারলেক ক্যাপিটালের সম্মিলিত কনসোর্টিয়ামই চেলসিকে কিনে নিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবারই বোয়েলির গ্রুপের প্রস্তাবে সায় দিয়েছেন আব্রামোভিচ। তবে ব্রিটিশ সরকারের অনুমোদন প্রয়োজন ছিল। সরকারি অনুমোদন পাওয়ায় আনুষ্ঠানিকভাবে ক্লাবটির মালিকানা হস্তান্তর করা হয়েছে।

মোট বিনিয়োগ থেকে ২৬ হাজার ৬৬৫ কোটি টাকায় ক্লাবের শেয়ার কিনে নিবে কনসোর্টিয়ামটি। সেই অর্থ জমা হবে একটি ফ্রিজ ব্যাংক অ্যাকাউন্টে। আব্রামোভিচের ইচ্ছে অনুযায়ী এই পুরো অর্থই যাবে দাতব্য কাজে।

নতুন গ্রুপটি শুরুতেই ১৮ হাজার ৬৬৫ কোটি টাকা বিনিয়োগ করবে চেলসিতে। চলতি মে মাসের শেষ দিকে ক্লাব বিক্রির সকল প্রক্রিয়া শেষ হবে।

এ সম্পর্কিত আরও খবর