বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সাফের সভাপতি সালাউদ্দিন

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 11:17:32

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন একই সঙ্গে সাফেরও সভাপতি। ২০০৮ সালে বাফুফের সভাপতি নির্বাচিত হন তিনি। পরের বছর দায়িত্ব পান সাফের সভাপতির। 

শুধু ২০১২ সালে বাফুফে নির্বাচন করতে হয়নি সালাউদ্দিনকে। বাকি তিনবার ভোটে নির্বাচিত হয়েছেন। তবে সাফের সভাপতি পদের জন্য তাকে কোনো নির্বাচন করতে হয়নি। চারবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পেয়েছেন সভাপতির দায়িত্ব।

পিছিয়ে যাওয়ায় এবার সাফের নির্বাচন হওয়ার কথা ছিল ২৫ জুন। তবে সভাপতি পদে কেবল মনোনয়নপত্র জমা দিয়েছেন কাজী সালাউদ্দিন। মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সালাউদ্দিনকে সাফের নির্বাচন কমিশন ফের চার বছরের জন্য সভাপতি ঘোষণা করবে। 

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘আমাদের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাস তিনেক আগে মনোনয়নপত্র সংক্রান্ত কাজ শুরু হয়। এক মাসে আগে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থীতা প্রকাশ করবে। সাফ সচিবালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সকল মনোনয়ন পত্র পাঠানো হয়েছে। তারা যাচাই বাছাই করে দেখবে।’

সভাপতি পদের মতো অন্য কোনো পদেও একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েনি। ফলে এবার সাফের নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সবাই। 

এ সম্পর্কিত আরও খবর