চোট নিয়ে বিশ্রামে মিরাজ, ডাক পেতে পারেন নাঈম

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 02:45:00

চোট নিয়ে কমপক্ষে দুই সপ্তাহের জন্য বিশ্রামে চলে গেছেন মেহেদী হাসান মিরাজ। স্বাভাবিকভাবেই আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন না তারকা এ অলরাউন্ডার। শুধু তাই নয়, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও মিরাজের খেলার সম্ভাবনা কম। 

বিসিবি'র সূত্র জানিয়েছে, মিরাজের বদলে দলে ডাক পেতে পারেন অফ স্পিনার নাঈম হাসান। তাকে বিকল্প হিসেবে বিবেচনায় রেখেছেন নির্বাচকরা। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বোর্ড।

মিরাজের চোট নিয়ে বিসিবি'র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মিরাজের আঙুলের হাড় নড়ে গেছে। হেয়ারলাইন ফ্র্যাকচারও আছে। তাকে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। দুই সপ্তাহ পর দেখব কি অবস্থা হচ্ছে।’

রোববার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার সময় মুশফিকুর রহিমের সঙ্গে চোট পান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মেহেদী হাসান মিরাজও।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কনিষ্ঠা আঙুল কেটে যায় মিরাজের। মাঠে লুটিয়ে পড়েন তারকা এ অলরাউন্ডার। দ্রুত ড্রেসিং রুমে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে পাশ্ববর্তী শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। করা হয় এক্স-রে। তাতেই আঙুলে চিড় ধরা পড়ে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশে সফরে আসবে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচ ১৫ মে শুরু হবে চট্টগ্রামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে মাঠে গড়াবে ঢাকায়।

এ সম্পর্কিত আরও খবর