বল ছুঁড়ে শাস্তি পেলেন খালেদ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 01:21:42

অখেলোয়াড়সুলভ আচরণের জন্য শাস্তি পেয়েছেন খালেদ আহমেদ। বাংলাদেশের এ তরুণ পেসারকে ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। খালেদ সঙ্গে পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট। 

আজ মঙ্গলবার আইসিসি জানিয়েছে, পোর্ট এলিজাবেথ টেস্টে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়ের দিকে বল ছুঁড়ে মেরেছিলেন খালেদ। তারই শাস্তি পেলেন তিনি। 

টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৯৫তম ওভারে বল করেন খালেদ। ওভারের পঞ্চম বলটি ডিফেন্ড করেন ব্যাটসম্যান কাইল ভেরেইন। বল কুড়িয়ে স্ট্রাইক প্রান্তে থাকা ভেরেইনার দিকে ছুঁড়ে মারেন খালেদ। কিন্তু বল আঘাত করে ব্যাটসম্যানদের গ্লাভসে। 

ম্যাচ রেফারির কাছে খালেদ নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

এ সম্পর্কিত আরও খবর