রাশিয়া-রুশ ক্লাব নিষিদ্ধ করল ফিফা-উয়েফা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 16:03:51

ইউক্রেনে আগ্রাসন চালিয়ে চড়া মূল্য দিতে হচ্ছে রাশিয়াকে। পুরো ইউরোপ এখন তাদের বিরুদ্ধে এক জোট হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফিফা-উয়েফাও।

আগের দিন রাশিয়ার নাম, পতাকা ও জাতীয় সঙ্গীত নিষিদ্ধ করেছিল বিশ্ব ও ইউরোপিয়ান ফুটবলের সংস্থা দুটি।

এবার সংস্থা দুটি নিষিদ্ধ করেছে রাশিয়ার জাতীয় দলকে। সঙ্গে দেশটির সব ক্লাবকেও সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছে।

ফিফা ও উয়েফা যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘ইউক্রেনের আক্রান্ত মানুষজনের সঙ্গে ফুটবল পুরোপুরি একাত্মতা পোষণ করছে।’

বিবৃতিতে আরও জানানো হয়, ‘দুই সংস্থার সভাপতি আশা করছেন, শিগগিরই পরিস্থিতিতে বড় উন্নতি আসবে। তাহলে ফুটবল আবারও জনগণের মাঝে ঐক্য ও শান্তির প্রতীক হয়ে উঠতে পারবে।’

বিশ্বকাপ বাছাইপর্বে নিষিদ্ধ হলো রাশিয়া। ফলে চলতি মাসে বিশ্বকাপের প্লে অফ সেমি-ফাইনালে পোল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না তাদের।

ইউরোপা লিগের শেষ ষোলতে রুশ ক্লাব স্পার্তাক মস্কোর খেলার কথা ছিল আরবি লিপজিগের বিপক্ষে। নিষেধাজ্ঞার কারণে ওয়াকওভার পাবে জার্মান ক্লাবটি।

অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে উয়েফা।

এ সম্পর্কিত আরও খবর