রাশিয়ার মাঠে খেলবে না পোল্যান্ড

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 01:22:52

ইউক্রেনে আগ্রাসন চালিয়েছে রাশিয়া। যে কারণে ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রের বিরুদ্ধে এক জোট হয়েছে পুরো ইউরোপ। সবক্ষেত্রে রাশিয়াকে বয়কট করছে তারা। বাদ পড়ছে না ক্রীড়াঙ্গনও। 

রাশিয়ায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আয়োজনের বিরোধিতা আগেই শুরু করেছিল পোল্যান্ড। এবার সাফ জানিয়ে দিয়েছে, রুশ ফুটবলারদের বিপক্ষে প্লে-অফের ম্যাচই খেলবে না তারা। পোল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেসারে কুলেসা আজ শনিবার টুইটারে এমন ঘোষণাই দিয়েছেন।

ইউক্রেনে হামলার পর রাশিয়ায় বিশ্বকাপ বাছাইয়ের পর্বের ম্যাচ আয়োজনের বিপক্ষে পোল্যান্ডের সঙ্গে অবস্থান নেয় সুইডেন ও চেক রিপাবলিকও।

কুলেসা লিখেছেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ান আগ্রাসনের প্রেক্ষিতে পোলিশ জাতীয় দল রাশিয়ার বিপক্ষে ম্যাচ (প্লে-অফ) খেলবে না। এটাই একমাত্র সঠিক সিদ্ধান্ত। ফিফার কাছে একটি যৌথ অবস্থান উপস্থাপনের জন্য আমরা সুইডিশ ও চেক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করছি।’

আগামী ২৪ মার্চ পোল্যান্ডকে আতিথ্য দেয়ার কথা রয়েছে রাশিয়ার। ম্যাচটি জিতলে ঘরের মাঠেই ২৯ মার্চ রাশিয়া খেলবে সুইডেন বা চেক রিপাবলিকের বিপক্ষে।

এ সম্পর্কিত আরও খবর