উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডন যাবেন সাইফউদ্দিন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 16:53:43

স্ট্রেস ফ্র্যাকচার মানে পিঠের চোট অনেক দিন ধরেই জ্বালিয়ে মারছে মোহাম্মদ সাইফউদ্দিনকে । এই চোট নিয়েই দর্শক হয়ে ছিলেন তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে। ছিলেন না ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও। চলমান বিপিএলের মাঠেও নেই তরুণ এ অলরাউন্ডার। থাকছেন না আসন্ন আফগানিস্তান সিরিজেও।

ইনজুরির ছোবল থেকে পরিত্রাণ পেতে উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি ইংল্যান্ড যাচ্ছেন বাংলাদেশের তারকা এ পেসার। আজ রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে লন্ডনের ফ্লাইট ধরবেন তিনি। চিকিৎসা শেষে ৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন সাইফউদ্দিন।

বিসিবি’র একটি সূত্র জানায়, ‘আজ রাত সাড়ে ১০টার এক ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন সাইফউদ্দিন। সেখানে ডাক্তার দেখিয়ে আগামী ৭ তারিখ দেশে ফিরে আসবেন।’

সাইফউদ্দিনের সঙ্গে এখন কেউ যাচ্ছেন না। তবে আগে থেকেই ইংল্যান্ডে রয়েছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। চিকিৎসার জন্য এর আগে ইংল্যান্ডে যান পেসার হাসান মাহমুদ। তার সঙ্গেই ইংল্যান্ড গেছেন দেবাশীষ। চিকিৎসা শেষে আজ সকালে হাসান দেশে ফিরলেও সাইফউদ্দিনের জন্য লন্ডনে রয়ে গেছেন দেবাশীষ।

এ সম্পর্কিত আরও খবর