করোনা আক্রান্ত তিনজনকে রেখেই বিশ্বকাপে গেলেন নারী ক্রিকেটাররা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 20:10:40

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। লক্ষ্যটা সামনে রেখে আজ বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি দুপুরে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে ক্যাপ্টেন নিগার সুলতানার দল।

তবে করোনা টেস্টে পজিটিভ হওয়ায় নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি দলের তিনজন। তাদের একজন ক্রিকেটার। বাকি দুজন সাপোর্ট স্টাফ।

ক্রিকেট দলের যে তিনজন করোনা পজিটিভ হয়েছেন তারা আগামী আট দিন আইসোলেশনে থাকবেন। নেগেটিভ রিপোর্ট পেলেই কেবল আট দিন পর তারা নিউজিল্যান্ড যেতে পারবেন।

বিসিবি'র নারী বিভাগের অপারেশন্স ম্যানেজার তৌহিদ মাহমুদ বলেন, ‘একজন ক্রিকেটার আর দুজন অফিসিয়ালের করোনা পজিটিভ এসেছে। তাদের কোনো উপসর্গ নেই। ৮ দিন পর আমরা তাদের টেস্ট করাব। যদি নেগেটিভ আসে তারা নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা  করবে।’

নিউজিল্যান্ডের মাঠের নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৪ মার্চ। ফাইনাল হবে ৩ এপ্রিল। বাংলাদেশের মেয়েরা নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ৫ মার্চ। নিজেদের উদ্বোধনী ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

দেশের মেয়েদের বাকি ম্যাচ পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত নারী দলের বিপক্ষে ১৪, ১৮ ও ২২ মার্চ। ২৫ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল মোকাবেলা করবে অস্ট্রেলিয়ার মেয়েদের।

বাংলাদেশ দল ৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পৌঁছেই কোয়ারেন্টিন শুরু করবে। ১০ দিন হোটেলবন্দি থেকে ক্রিকেটাররা কোয়ারেন্টিন থেকে মুক্ত হবেন ১৪ ফেব্রুয়ারি। তবে তার আগে করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট পেতে হবে। পরে সালমা খাতুনরা যোগ দিবেন কন্ডিশনিং ক্যাম্পে। ক্যাম্প শেষে ২৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ মিশনে যোগ দিবেন দেশের নারী ক্রিকেটাররা।

এ সম্পর্কিত আরও খবর