তামিম-শেহজাদ-রিয়াদের ব্যাটিং ঝলকে ঢাকার পুঁজি ১৮৩

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 02:55:31

তামিম ইকবালের ফিফটি। আর মোহাম্মদ শেহজাদ ও মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিংয়ে খুলনা টাইগার্সের সামনে ১৮৪ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। 

শুরুতেই পাওয়ার হিটিং শুরু করেন মোহাম্মদ শেহজাদ। তবে আফগান এ উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিফটি ছুঁতে পারেননি। দুর্ভাগ্যজনকভাবে রানআউটের শিকার হয়ে ফেরেন তিনি। ২৭ বলে ৮ বাউন্ডারিতে খেলেন ৪২ রানের দাপুটে এক ইনিংস।

শেহজাদ ঝড়ো ব্যাটিং করলেও তার ওপেনিং পার্টনার তামিম ইকবাল খেলেন রয়ে সয়ে। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই খেললেন দারুণ এক ইনিংস। ব্যাটিং দৃঢ়তায় নিজের প্রত্যাবর্তনটা রাঙালেন অর্ধ-শতক দিয়ে। ৪২ বলে ৭ চারে ৫০ পূর্ণ করে কামরুল ইসলাম রাব্বীর বলে নাভিন উল হকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তামিম।

তামিম ফেরার পর ঢাকার ব্যাটিং লাইন-আপের হাল ধরেন ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে আভাস দেন ছক্কা ঝড়ের। তবে অবিশ্বাস্যভাবে ৭ রান নিয়ে সাজঘরে ফেরেন ক্যারিবিয়ান এ বিস্ফোরক ব্যাটসম্যান। ফিল্ডার মেহেদী হাসান বল ছুঁড়ে ছিলেন মাহমুদউল্লাহকে আউট করতে। কিন্তু বল ব্যাটিং প্রান্তের স্টাম্প ভেঙে আঘাত করে বোলিং প্রান্তের স্টাম্পে। শেষ দিকে কিছুটা ধীর গতিতে প্রান্ত স্পর্শ করতে যাওয়া রাসেলের চোখ যেন কিছুতেই ব্যাপারটা বিশ্বাস করতে পারছিল না। তার শারীরিক ভাষা তো তেমনটাই বলে।

তবে মাহমুদউল্লাহ ২০ বলে খেলেন ৩৯ রানের দুর্বার এক ইনিংস। অসাধারণ ইনিংসটি সাজান তিনি ২ বাউন্ডারি ও এক ছক্কায়। তাতেই রান পাহাড়ে উঠে বসে ঢাকা। ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮৩ রানের বিশাল পুঁজি গড়ে দলটি।

খুলনা টাইগার্সের হয়ে ৪৫ রান দিয়ে তিন উইকেট নেন কামরুল ইসলাম। একটি উইকেট পান থিসারা পেরেরা।

এ সম্পর্কিত আরও খবর