বিপিএল’র মাঠে ‘নতুনত্ব’র স্বাদ দিবেন সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 02:45:08

তিন আসরের বিরতি শেষে এবার বিপিএলে ফিরছে ফরচুন বরিশাল। নিজেদের প্রত্যাবর্তনটা শিরোপা জয়ে রঙে রঙিন করতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। সেই মিশনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার, ২০ জানুয়ারি অনুশীলনে শেষবারের মতো নিজেদের ঝালাই করে নিয়েছে বরিশালের ক্রিকেটাররা। প্রস্তুতি শেষে বরিশাল ক্যাপ্টেন সাকিব আল হাসান জানান, চ্যাম্পিয়ন হওয়ার মিশনে কোনো চাপ অনুভব করছেন না।

বিপিএলের অনুশীলনে নতুন কিছু করে চলেছেন সাকিব। তার নতুনত্বের বিষয়টি খানিকটা টেকনিককে ঘিরে। নেটে বোলিং অনুশীলনের সময় খুব বেশি রান-আপ নিচ্ছেন না এ ক্রিকেট মহারতারকা। যার বাস্তবায়ন দেখা যাবে বিপিএলের খেলার মাঠে। এনিয়ে বিশ্বসেরা এ অলরাউন্ডার বলেন, ‘মাঝে মাঝে নতুন নতুন কিছু চেষ্টা করি যদি মনে হয় যে আমার সাহায্য হচ্ছে কোনো কিছুতে সেটা ধরে রাখার চেষ্টা করি। আর যদি মনে হয় যে ভালো কিছু হচ্ছে না, তখন পরিবর্তন করি। এতো টেকনিক্যাল বলাটা কঠিন।’

বোলিংয়ে পরিবর্তন আনলেও শ্রেষ্ঠত্ব ছিনিয়ে চাপ নিচ্ছেন না সাকিব, ‘ওরকম কোনো চাপ আমার কখনোই মনে হয়নি। এখনো মনে হচ্ছে না। যেটা বললাম যে ৬ দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে চায়। আমরাও তার ব্যতিক্রম না, যদি হতে পারি ভালো। কিন্তু না হতে পারলেও তেমন কিছু করার থাকবে না, তবে আমরা যেটা করতে পারি মাঠে আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করতে পারি। একটা দল হিসেবে খেলতে পারি, সাকসেসটা আনার জন্য যা যা করা দরকার করতে পারি।’

শিরোপা না জিতলেও কোনো সমস্যা দেখছেন না সাকিব। তবে মাঠে সেরা খেলাটা উপহার দিতে চান বরিশাল অধিনায়ক, ‘প্রত্যাশা তো সবগুলো দলেরই আছে। যারা এই টুর্নামেন্টে আছে সব দলেরই আসলে প্রত্যাশা আছে। আর সবাই যেহেতু প্রফেশনাল প্লেয়ার তাদের নিজেদেরও নিজেদের ওপর প্রত্যাশা আছে যে এখানে ভালো করার তাগিদ সবারই থাকে।’

আগামীকাল শুক্রবার, ২১ জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। দেশের ঘরোয়া ক্রিকেটের জাকজমকপূর্ণ এ টি-টোয়েন্টি আসরের উদ্বোধনী ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে মোকাবেলা করবে ফরচুন বরিশাল।

এ সম্পর্কিত আরও খবর