ফেডারেশন কাপে নিষিদ্ধ কিংস-বারিধারা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 11:12:06

ফেডারেশন কাপ মাঠে গড়ানোর আগেই বসুন্ধরা কিংস ও বারিধারা জানিয়ে রেখেছিল। কমলাপুরের টার্ফে খেলা হলে আসরে অংশ নিবে না তারা। কথামতো টুর্নামেন্ট বর্জন করে তারা। এ অপরাধে এবার শাস্তি পেল ফুটবল ক্লাব দুটি। ফেডারেশন কাপের আগামী আসরে তাদের নিষিদ্ধ করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।

নিষেধাজ্ঞাতেই শেষ নয় বসুন্ধরা-বারিধারার শাস্তি। সঙ্গে দিতে হচ্ছে তাদের জরিমানাও। দুই দলকেই আর্থিক শাস্তি হিসেবে দিতে হচ্ছে ৫ লাখ টাকা করে। এক মাসের মধ্যে জরিমানার অর্থ না দিলে ফের ব্যবস্থা নেবে বাফুফে। তবে আপিলের সুযোগ রয়েছে তাদের সামনে।

বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা মাঠে না যাওয়ায় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে তাদের প্রতিপক্ষকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছে ডিসিপ্লিনারি কমিটি। গ্রুপ পর্বে তাদের অন্য প্রতিপক্ষদের একই ব্যবধানে জয় ঘোষণা করা হবে। বসুন্ধরা ও বারিধারা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে বলেই ধরে নিয়েছে বাফুফে।

এবারের ফেডারেশন কাপে অংশ নেয়নি মুক্তিযোদ্ধা সংসদ। টুর্নামেন্ট বর্জন করায় তাদের শাস্তিও বসুন্ধরা ও বারিধারার মতোই হওয়া কথা।

এ সম্পর্কিত আরও খবর