ফাইনালে ভারতের সঙ্গী হতে বাংলাদেশের দরকার ড্র

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 10:42:25

ফাইনালের টিকিট ছিনিয়ে নিতে হলে সামনে জয়ের কোনো বিকল্প ছিল না। কষ্ট করে হলেও বড় দরকারী এক জয় ছিনিয়ে নিয়েছে ভারত। নেপালকে ধরাশায়ী করে মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে পা রেখেছে তারা।

আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। লিগ পর্বের শেষ ম্যাচে মারিয়া মান্ডাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। লঙ্কান মেয়েদের হারালে তো কথাই নেই। ড্র করলেও চলবে। ফাইনালে খেলতে হলে যে করেই হোক একটি পয়েন্ট লাগবে লাল-সবুজের প্রতিনিধিদের।

চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে গেছে ভারত। সমান ম্যাচে নেপালের পুঁজি সাত পয়েন্ট। বাংলাদেশের পয়েন্টও সাত। দুই দলের মুখোমুখি লড়াইও সমানে সমান। তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে নেপাল। যে কারণে একটি পয়েন্ট লাগবেই দেশের মেয়েদের।

আজ রোববার, ১৯ ডিসেম্বর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিপক্ষ নেপালকে ১-০ গোলে হারের তেতো স্বাদ হজম করতে বাধ্য করে ভারত। বিরতির পর ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি এনে দেন প্রিয়াঙ্কা দেবী।

এ সম্পর্কিত আরও খবর