হঠাৎ হৃদয়দের মেন্টর বনে গেলেন তামিম

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 00:25:34

বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে আসছে পরিবর্তন। জোর গুঞ্জন কয়েকজন তরুণ ক্রিকেটার দলে জায়গা করে নিতে যাচ্ছেন। সেই সম্ভাব্য তরুণ ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ইয়াসির আলী রাব্বি, নাজমুল হোসেন শান্ত, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয়।

আসন্ন পাকিস্তান সিরিজের প্রস্তুতির জন্য মিরপুরে এই তরুণ ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন নতুন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের অধীনে। সেখানে ঐচ্ছিক অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তামিম ইকবালও।

অনুশীলনের ফাকে দেশসেরা ওপেনার তামিমকে পেয়েই সুযোগটা কাজে লাগিয়েছেন দেশের উঠতি ক্রিকেটাররা। তৌহিদ হৃদয়রা টিপস নিয়েছেন তামিমের কাছ থেকে। তামিম তাদের বাতলে দিয়েছেন ঠিক কিভাবে পাকিস্তানি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে মোকাবেলা করবেন তারা।

আজ মঙ্গলবার, ৯ নভেম্বর মিরপুরে তামিমের হঠাৎ মেন্টর বনে যাওয়ার কথা সংবাদমাধ্যমকে জানান হৃদয়, ‘তামিম ভাই সবসময় প্রেরণা দেয়। সবসময় ভালো ভালো কথা শুনি। কিভাবে আরও ভালো করব, পরের ধাপগুলোতে কী কী মোকাবেলা করা লাগতে পারে। তামিম ভাই শাহীন শাহ আফ্রিদি সম্পর্কে বলছিলেন। প্রথম ছয় বলের ভেতরে ইয়র্কার মারবে।’

তামিমের টোটকা মাঠের লড়াইয়ে কাজে দিবে। অনুপ্রেরণার রসদ পেয়ে দারুণ খুশি হৃদয়, ‘এসব ছোট ছোট তথ্য আগে থেকে পেলে মাঠে গিয়ে খেলা সহজ হয়। সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে যখন এরকম কিছু পাই, অবশ্যই প্রেরণা পাই।’

এ সম্পর্কিত আরও খবর