আগ্রাসী মনোভাব চলে গেলে খেলাই ছেড়ে দেব: কোহলি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 01:10:16

ভারতের ক্রিকেটে ভাঙল কোচ রবি শাস্ত্রী-ক্যাপ্টেন বিরাট কোহলির জুটি। শেষ হলো অনন্য এক ক্রিকেট যুগের। যে কথা সেই কাজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন কোহলি। নামিবিয়ার বিপক্ষে সোমবার, ৮ নভেম্বর অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে খেললেন নিজের শেষ ম্যাচ। আর চুক্তির মেয়াদ শেষে সরে দাঁড়ালেন কোচ রবি শাস্ত্রী। এখন তার উত্তরসূরি হচ্ছে রাহুল দ্রাবিড়।

ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেও আক্রমণাত্মক মনোভাবটা পাল্টাবেন না কোহলি। নামিবিয়ার বিপক্ষে ক্যাপ্টেন হিসেবে শেষ ম্যাচটা জয়ে রাঙিয়ে সেই দৃঢ় প্রত্যয়ের কথাই জানালেন বিশ্বের অন্যতম এ সেরা ব্যাটসম্যান, ‘আমার আক্রমণাত্মক মনোভাব কখনও বদলাবে না। যখন স্বভাবসুলভ আগ্রাসন চলে যাবে, খেলা ছেড়ে দেব।’

চাপ কমাতে নেতৃত্ব ছেড়ে যেন এখন একটু স্বস্তির প্রশান্তি পাচ্ছেন কোহলি, ‘এটা এক ধরনের স্বস্তি। আমি আগেই বলেছি, এটা আমার কাছে অত্যন্ত সম্মানের। তবে নিজের কাজের চাপ সামলানোর এটাই সঠিক সময়। গত ছয়-সাত বছর ধরে একটানা ক্রিকেটে নিজেকে নিংড়ে দিতে হচ্ছে। তবে যাত্রাটা দারুণ মজার ছিল।’

সাহস হারিয়ে মূল পর্বে প্রথম দুই ম্যাচ হাতছাড়া করে ভারত। আক্ষেপটা এবারও ঝরল কোহলির কণ্ঠে, ‘আসাধারণ সব ছেলেদের নিয়ে আমরা দল হিসেবে দারুণ পারফর্ম করেছি। আমি জানি যে, বিশ্বকাপে আমরা খুব বেশিদূর যেতে পারিনি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা ভালো খেলেছি এবং একসঙ্গে খেলা উপভোগ করেছি। প্রথম দুটো ম্যাচে আমরা সাহসী হতে পারিনি। তবে ব্যর্থতার জন্য টস হারাকে দায়ী করার মতো দল আমরা নই।’

এ সম্পর্কিত আরও খবর