টোকিওতে স্প্রিন্টের হিটেই বাদ জহির

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-17 10:19:12

টোকিও অলিম্পিকে পারফরম্যান্সটা ভালো হলো না জহির রায়হানের। নিজের সেরা টাইমিংটাও ছুঁতে পারলেন না। ৪০০ মিটার স্প্রিন্টের হিটেই বাদ পড়লেন এ দৌড়বিদ। আটজনের মধ্যে অষ্টম হয়েছেন ট্র্যাক এন্ড ফিল্ডে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।

টোকিওর অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে আজ রোববার ৩ নম্বর হিটের ৩ নম্বর লেনে জহির দৌড় শেষ করেন ৪৮.২৯ সেকেন্ড টাইমিং গড়ে।

টোকিওতে হিটে সব মিলিয়ে ৪৭ প্রতিযোগীর মধ্যে জহির হয়েছেন ৪৪তম। ইভেন্টের হিট বৈতরণী পেরিয়ে যাওয়ার জন্য দরকার ছিল ৪৫.৬৪ সেকেন্ডের টাইমিং।

আন্তর্জাতিক আসরে ৪০০ মিটার স্প্রিন্টে জহিরের সেরা টাইমিং ৪৭.৩৪ সেকেন্ড। আর ঘরোয়া আসরে তার সেরা টাইমিং ৪৬.৮৬ সেকেন্ড।

জহিরের দৌড় দিয়ে শেষ হলো বাংলাদেশের টোকিও অলিম্পিক মিশন। শুটার আব্দুল্লাহ হেল বাকি সবার আগে বাদ পড়েন। পরে দুই আরচার রোমান সানা ও দিয়া সিদ্দিকী ভালো খেলেও পারেননি টিকে থাকতে। ছিটকে যান দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদও।

এ সম্পর্কিত আরও খবর