জুনিয়রদের এশিয়া কাপও ভারতের

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 07:59:14

অগ্রজদের দেখানো পথেই হাটলেন অনুজরা। গত মাসে দুবাই এশিয়া কাপ জয়ের আনন্দে মেতেছেন রোহিত শর্মারা। আর রোববার ঢাকায় ভারতের পতাকা উড়ালেন সিমরান সিং-হার্শ তিয়াগিরা। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপেরও চ্যাম্পিয়ন ভারত।

রোববার মিরপুরের শেরেবাংলায় অনুষ্ঠিত ফাইনালে একেবারে অনায়াসে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলকে হারাল ভারত। ম্যাচটা তারা জিতে ১৪৪ রানের বড় ব্যবধানে।

দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। তারা ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলে ৩০৪ রান। জবাব দিতে নেমে শ্রীলঙ্কান যুব দল ৩৮.৪ ওভারে ১৬০ রানে অলআউট।

যুব এশিয়া কাপ ক্রিকেটে এটি ষষ্ঠ শিরোপা ভারতের। 

ভারতের যুবাদের রান পাহাড়েই চাপে পড়েছে শ্রীলঙ্কা। মিরপুরের উইকেটে যা একটু লড়লেন নিশান মাদুশকা (৪৯) আর নাবোদ পারানাভিথানা (৪৮)। স্পিনার হার্শ তিয়াগির ঘূর্ণি বলের সামনে একেবারেই অসহায় ছিলেন লঙ্কানরা। তার বল খেলতেই পারছিলেন না। হার্শ ১০ ওভারে ৩৮ রানে নেন ৬ উইকেট।

এর আগে যশপাল ও অনুজ রাওয়াতের ওপেনিং জুটিই জানিয়ে দেয়-ফাইনালে অনেক দুর যাবে ভারত। টসজয়ী ভারতের ওপেনিং জুটিতেই জমা হয় ১২১ রান। ওভার তখন শেষ হয়েছে ২৫.১। বড় স্কোর গড়ার জন্য এরচেয়ে বড় মজবুত আর কি হতে পারে? শুরুর সেই ভিতের ওপর দাড়িয়ে ভারত গড়ল ৩০৪ রানের বিশাল স্কোর। মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বিবেচনায় এই রান অবশ্যই অনেক বড়। স্লো এই উইকেটে ঠিক যেমন কায়দায় ব্যাট করা উচিত-তাই করে দেখাল ভারত। শুরুতে দেখে শুনে, উইকেট হাতে জমা রেখে শেষের দিকে ব্যাটিং ঝড়!

স্কোরবোর্ডে তিনশ ছড়ানো রান। অথচ ব্যক্তিগত কোন সেঞ্চুরি নেই। ভারতীয় ইনিংসে সবমিলিয়ে হাফসেঞ্চুরি হল চারটি। পাঁচজন ব্যাট করতে নামলেন, এরমধ্যেই চারজনেরই হাফসেঞ্চুরি! ওপেনার যশপালের হাফসেঞ্চুরিটাই বলের হিসেবে একটু বেশি ধীরগতির। ১১৩ বলে ৮ বাউন্ডারি ও এক ছক্কায় ৮৫ রান হাঁকান তিনি। সঙ্গী ওপেনার রাওয়াত ফিরে আসেন ৫৭ রান করেন। ওয়ানডাউনে পাড়িকালের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৩১ রান। এরপরের দুজন অধিনায়ক সিমরান সিং ও আয়ুস বাদোনি যা খেললেন সেটা ওয়ানডে নয়, টি-টুয়েন্টির ব্যাটিং। সিমরানের ব্যাট হাসল ৩৭ বলে ৬৫ রানের ইনিংসে। চার বাউন্ডারি ও তিন ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংস।

তবে আয়ুস বাদোনি যে কায়দায় ব্যাট করলেন তাতে সামনের আইপিএলের নিলামে তার মুল্যবৃদ্ধি হতেই পারে! মাত্র ২৮ বল খেলে হার না মানা ৫২ রান করলেন বাদোনি। হাঁকালেন ৫ ছক্কা ও ২টি বাউন্ডারি। শেষের ৫ ওভারে এই দুজনে মিলে শ্রীলঙ্কার বোলারদের যা করলেন তা আক্ষরিক অর্থেই বেদম পিটুনি! শেষ পাঁচ ওভারে ভারত করে ৭৯ রান! অর্থাৎ ওভার প্রতি এই সময়ে পনের ওপর রান জমা করে ভারত! টপ ও মিডলঅর্ডারের এই পেশি ফুলানো ব্যাটিংয়েই ভারত ফাইনাল ম্যাচ জয়ের টনিক পেয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৩০৪/৩ (জয়সওয়াল ৮৫, রাওয়াত ৫৭, পাদিক্কাল ৩১, সিমরান ৬৫*, বাদোনি ৫২*; কালানা পেরেরা ১/৫৫, মালিঙ্গা ০/৫৯, সেনারত্নে ১/৪৫, দুলশান ০/৫৭, ওয়েলালাগে ১/২৪)

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.৩ ওভারে ১৬০ (নিশান ফার্নান্দো ৪৯, নিপুন পেরেরা ১২, সুরিয়াবান্দারা ৩১, কালানা পেরেরা ০, নুভানিদু ফার্নান্দো ৪, পারানাভিথানা ৪৮, ওয়েলালাগে ৭, মালিঙ্গা ০, মেন্ডিস ১, সেনারত্নে ১, দুলশান ২*; মোহিত ১/১৮, দেশাই ২/৩৭, হার্শ ৬/৩৮)

ফল: ভারত অনূর্ধ্ব-১৯ দল ১৪৪ রানে জয়ী

এ সম্পর্কিত আরও খবর