রেকর্ড ৩০ রানে অলআউট বাংলাদেশ নারী দল!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-30 16:54:25

পাকিস্তান নারী দল করল ১৪ ওভারে ৮৮ রান। খুব কি বড় রান? ওভার প্রতি ছ’য়ের একটু বেশি। কিন্তু বাংলাদেশ নারী দলের কাছে সেই মামুলি রানই যে অনেক ‘বড়’ হয়ে গেল! সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমে গেল মাত্র ৩০ রানে। পাকিস্তান নারী দল সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতল ৫৮ রানের বিশাল ব্যবধানে। টি-টুয়েন্টিতে এটি বাংলাদেশ নারী দলের সর্বনিম্ম স্কোর। আগের রেকর্ডটি ছিল ৪৪ রানের। সেখানেও প্রতিপক্ষ ছিল পাকিস্তান। নতুন লজ্জার রেকর্ডটাও হল সেই পাকিস্তানের বিপক্ষেই!

বড় এই জয়ের সঙ্গে চার ম্যাচের সিরিজে পাকিস্তান এগিয়ে গেল ১-০ ব্যবধানে। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচটি বাতিল হয়। সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচ ৫ অক্টোবর।

শেষ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার, ৩ অক্টোবর সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচেও শঙ্কা জাগিয়েছিল বৃষ্টি। শেষপর্যন্ত খেলা মাঠে গড়ায়। তবে ওভার কমিয়ে আনা হয়। ২০ ওভারের ম্যাচ নির্ধারিত হয় ১৪ ওভারে।

জেতার জন্য ৮৯ রানের টার্গেটের পিছু নেমে শুরু থেকেই বিপদে পড়ে বাংলাদেশ। রান তোলার জন্য পুরো দলের মধ্যে তাড়াহুড়ো একটা ভাব দেখা যায়। মুলত তাতেই এলোমেলো হয়ে পড়ে গোটা ব্যাটিং। পাঁচ ওভারে স্কোরবোর্ডে জমা মাত্র ১৩ রান, উইকেট নেই ৩টি! সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি দল। পাকিস্তানের পেস বোলার আইমান আনোয়ার তার টানা তিন ওভারের স্পেলে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে নড়িয়ে দেন। ১৩ রানে ২ উইকেট শিকার করেন আইমান। সঙ্গী স্পিনার আনাম আমিনকে তো খেলতেই পারেনি বাংলাদেশের নারী দল! প্রথম দুই ওভারে কোন রান খরচ না করেই ১ উইকেট তুলে নেন আনাম আমিন! ম্যাচ শেষে আনামের বোলিং বিশ্লেষণ দেখে যে বিস্ময়ে সবার চোখ ছানাবড়া। ৩ ওভার বল করে কোন রান না দিয়ে আনাম আমিন ৩ উইকেট শিকার করেন!

জবাবী ইনিংসের ১০ ওভার শেষ হতেই বাংলাদেশের হার প্রায় নিশ্চিত হয়ে যায়। এই সময় মাত্র ২১ রানে বাংলাদেশ হারিয়ে ফেলে ৭ উইকেট। দলের একজন ব্যাটসম্যান পাকিস্তানি বোলিংয়ের জবাব দিতে পারেননি। বাংলাদেশ দলের পুরো স্কোরকার্ড যেন টেলিফোন ডিজিট! কোনো ব্যাটসম্যান ডাবল ফিগারেই যেতে পারেননি। সর্বোচ্চ ৯ রান করেন রুমানা আহমেদ।

টসে জিতে বৃষ্টি ভেজা মাঠে বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন বোলিং বেছে নেন। শুরুতেই পাকিস্তান শুরুতেই উইকেট হারায়। ওপেনার আয়েশা জাফর ৭ রানে রানআউট হয়ে ফিরেন। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে দারুণভাবে ম্যাচে ফিরে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক জাভেরিয়া খান এবং ওপেনার নাহিদা খান দ্বিতীয় উইকেট জুটিতে ৪১ রান যোগ করেন। জাভেরিয়ার ব্যাট থেকে ১৮ বলে সর্বোচ্চ ২৫ রান পায় পাকিস্তান। বাংলাদেশ দলের নাহিদা আক্তার ১৯ রানে ২ উইকেট নিয়ে দলের সেরা বোলিং পারফর্মার।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান নারী দল: ৮৮/৫ (১৪ ওভারে, আয়েশা ৭, নাহিদা ১৮, জাভেরিয়া ২৫, মুনিবা আলী ১০, আলিয়া রিয়াজ ১০*, নাহিদা ২/১৯, জাহানারা ১/১৯, লতা মন্ডল ১/১৩)। বাংলাদেশ নারী দল: ৩০/১০ (১২.৫ ওভারে, রুমানা ৯, আনাম আমিন ৩/০, আইমান ২/১৩, নাসরা ২/৭, নিদা ২/৪)। ফল: পাকিস্তান ৫৮ রানে জয়ী।

এ সম্পর্কিত আরও খবর