সরকারের অব্যবস্থাপনায় মানুষের মনে ঈদের আনন্দ নেই: মোশাররফ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 16:19:14

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'সরকারের অব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণে মানুষের মনে ঈদুল আজহার আনন্দ নেই।’

সোমবার দুপুরে (১২ আগস্ট) পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীর সংসদ ভবন এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘দেশের বেশিরভাগ এলাকা বন্যাকবলিত, ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে, ডেঙ্গু আতঙ্কে দেশের বেশিরভাগ মানুষ আতঙ্কিত। মানুষের মনে ঈদের আনন্দ নেই।’

তিনি বলেন, ‘বিএনপি পরিবারেরও ঈদের আনন্দ নেই। সরকারের অদক্ষতা, ব্যর্থতা, উদাসীনতার কারণে আজকে দেশের মানুষ সঠিকভাবে ঈদ উদযাপন করতে পারছে না। ট্রেনে শিডিউল বিপর্যয় ও মহাসড়ক-সড়কে ব্যাপক যানজট সৃষ্টির পেছনে সরকারের অব্যবস্থাপনা দায়ী।’

অন্যায়ভাবে সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে দাবি করে এই নেতা বলেন, 'আজকে অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসেছি। আমাদের নেত্রী আমাদের পাশে নেই। অন্যায়ভাবে তাঁকে কারাগারে রাখা হয়েছে।’

জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিএনপি নেতারা বনানীতে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, নবী উল্লাহ, সালাহউদ্দিন ভুঁইয়া শিঁশির, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর