রমজানে বাজারদর নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: রিজভী

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-22 13:51:02

ঢাকা: ১২ টি সংস্থা নিয়োগ করেও সরকার বাজারদর নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের কারণে রমজানেও দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েছে। বাজার দর নিয়ন্ত্রণে ১২টি সংস্থাকে নিয়োগ দেয়া হলেও তারা নিয়ন্ত্রণ করতে পারে নি।

শনিবার (১৯ মে) রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রিয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী প্রায় নিজের কৃতিত্বের কথা বর্ণনা করতে অক্লান্ত থাকেন। তাঁর কৃতিত্বের মধ্যে অন্যতম হলো- এই পবিত্র রমজানে দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে মানুষকে দিশেহারা করা। রমজান মাসে প্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম প্রতিদিনই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছে।

রাজধানীবাসীর নানা সংকট তুলে ধরে রিজভী বলেন, ঢাকা শহরে জীবনযাত্রার ব্যয় অত্যন্ত বেশী। মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ মাথায় হাত দিয়ে বসে আছে। জ্বালানী সংকট তীব্র আকার ধারণ করেছে। গ্যাস অধিকাংশ সময়ই থাকে না, যদিও কখনো আসে তাতে আগুন ধিকিধিকি করে জ্বলে। এতে রান্না দূরে থাক, পানিও গরম হয় না। ঢাকা শহরের প্রান্তিক এলাকাগুলোতে গ্যাস থাকেই না।

খুলনা সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, খুলনার কারচুপির নতুন মডেলের নির্বাচনে দেশে-বিদেশে সমালোচনার ঝড় বইলেও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও তাঁর দলের নেতারা খুলনার নির্বাচন নিয়ে তৃপ্তির ঢেকুর গিলছেন। 'বিশ্লেষকরা বলছেন খুলনার ভোট ডাকাতির নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলেও হেরেছে গণতন্ত্র, হেরেছে ভোটাধিকার, হেরেছে নির্বাচন কমিশন।'

রিজভী আরও বলেন, আমরা আশা করব প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করবেন। শুধু দেশবাসী নয়, বিশ্ববাসীর কাছে এটা পরিস্কার হয়ে গেছে যে, এই নির্বাচন কমিশনের দ্বারা সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব নয়। সুতরাং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের পূণঃগঠণ অত্যন্ত জরুরি।

আগামী দিনের আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, আগামী জাতীয় নির্বাচন সব দলের অংশগ্রহণমূলক করতে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রস্তুতি নিচ্ছে জনগণ। 'আমি আবারও দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, দেশী-বিদেশী চক্রান্ত কাজ হবে না। দূর্বার আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠা করা হবে। খালেদা জিয়াকেও মুক্ত করা হবে। খালেদা জিয়াবিহীন নির্বাচন এদেশে হবে না, হতে দেওয়া হবে না।'

আন্দোলন সহিংস হবে, নাকি অহিংস হবে তা সরকারের নীতির ওপর করছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর মুনির হোসেন, সহ দফতর আমিনুল ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর