রাজশাহী বিএনপির সমাবেশ ২৯ জুলাই, জোট-ফ্রন্ট ছাড়ার দাবি

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-31 00:05:51

২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টকে বাদ দিয়ে এককভাবে আন্দোলনে নামার জন্য কেন্দ্রীয় বিএনপির কাছে জোর দাবি জানিয়েছেন দলটির রাজশাহীর শীর্ষ নেতারা।

রোববার (২১ জুলাই) রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় আগামী ২৯ জুলাইয়ের সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় এ কথা বলেন নেতারা।

সভায় বক্তারা বলেন, 'বিএনপি কমিউনিস্ট পার্টির মতো কোনো রাজনৈতিক দল নয়। যে দলের লাখ লাখ কর্মী-সমর্থক রয়েছে, সেই দলকে আন্দোলন করতে জোট-ফ্রন্ট গঠন করতে হবে কেন? খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে এখন আর কারো সঙ্গে জোট নয়। বিএনপি একাই রাজপথে নামবে এবং কঠোর আন্দোলন গড়ে তুলে বেগম জিয়াকে কারাগার থেকে মুক্তি করে আনবে।'

এদিকে, প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু জানান, ২৯ জুলাই দুপুর ২টার দিকে সমাবেশ করা হবে। নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, গণকপাড়া মোড় অথবা মনি চত্বরের যেকোনো এক স্থানে সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। যদি পুলিশ অনুমতি নাও দেয়, তবুও যেকোনো মূল্যে সমাবেশ করা হবে।

মিজানুর রহমান মিনু বলেন, 'রাজশাহী থেকে অতীতে সকল গণতান্ত্রিক আন্দোলনের সূচনা হয়েছে। বেগম জিয়ার মুক্তির আন্দোলনও রাজশাহীর বিভাগীয় মহাসমাবেশ থেকে শুরু করা হবে। রাজশাহীর মানুষ মাথা পেছনে করে রাখে না। তারা সব সময় সামনের দিকে এগিয়ে যায়। সরকারের যে কোনো বাধা ও ষড়যন্ত্র উপক্ষো করে রাজশাহীর মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করা হবে।'

এদিকে, প্রস্তুতি সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন নেতাকর্মীদের সমাবেশে হেলমেট পরে আসার নির্দেশ দেন। তিনি বলেন, 'বিভিন্ন সময়ে বিএনপির সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসী ও পুলিশ বাহিনী আক্রমণ করে। তাদের উদ্দেশ্য থাকে সমাবেশ পণ্ড করা। তাই এবার যেকোনো মূল্যে সমাবেশ করতে হবে। প্রয়োজনে নেতাকর্মীরা হেলমেট পরে আসবে।'

বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, হাবিবুর রহমান হাবিব, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিম মোস্তফা, জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর