কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শেখ হাসিনার কাছে প্রতিবাদলিপি

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 06:47:36

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মুজিব আদর্শচ্যুত হিসেবে আখ্যায়িত করেছে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটি নামের একটি সংগঠন। কাদেরের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে দলের সভাপতি শেখ হাসিনার কাছে প্রতিবাদলিপি দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংগঠনের প্রধান সমন্বয়কারী মেহেদী হাসানের নেতৃত্বে এ প্রতিবাদলিপি দেওয়া হয়েছে।

প্রতিবাদ লিপি দেওয়ার পর মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, 'আমরা সভাপতি বরাবর লিখিত প্রতিবাদ জানিয়েছি। তাঁর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বিষয়টি করেছে, সেই বিষয়টি তিনি অবগত এবং অনতিবিলম্বে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন। সাংগঠনিক ব্যবস্থা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৩০ লাখ শহীদের আত্মা যাতে শান্তি পায় এবং বাংলাদেশ যাতে মুক্তিযুদ্ধের চেতনার সঠিক পথে পরিচালিত হয়, সেই ব্যাপারে প্রধানমন্ত্রী সঠিক পদক্ষেপ নেবেন এই দাবি নিয়ে প্রতিবাদলিপি দিতে এসেছি।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে 'মুক্তিযুদ্ধ বিরোধী ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দান' বিষয়ক অভিযোগ এনেছে সংগঠনটি।

নতুন সদস্য সংগ্রহের বিষয় নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ২৮ জুন ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, '৪৭ বছর আগে হয়তো কেউ সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ছিল, জামায়াতে ইসলাম করেছে যুদ্ধাপরাধের সাথে যোগসূত্র ছিল, ৪৭ পরে এর কোনো যৌক্তিকতা নেই।'

কাদের এই বক্তব্যের প্রতিবাদ হিসেবে প্রতিবাদলিপিতে বলা হয়েছে, 'তার বক্তব্যে সাম্প্রদায়িক শক্তি, জামায়াত ইসলাম ও যুদ্ধাপরাধী পরিবারের সদস্যরাও আওয়ামী লীগের সদস্য হতে পারবেন মর্মে সুস্পষ্টভাবে জানান দিয়েছেন। ফলে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মুজিব আদর্শের সৈনিকেরা মর্মাহত ও ব্যথিত। ওবায়দুল কাদেরের বক্তব্যের মূল কথা, স্বাধীনতার ৪৭ বছর পর সাম্প্রদায়িক শক্তি, জামায়াতে ইসলাম ও যুদ্ধাপরাধী পরিবারের সদস্যদের নিয়ে কোনো বিতর্কের যৌক্তিকতা নাই। তাহলে যুদ্ধাপরাধীদের চলমান বিচার কার্য, রাজাকারদের তালিকা প্রণয়ন, জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল, সাম্প্রদায়িক শক্তি জঙ্গি দমন, এসব কার্যক্রম নিষ্প্রয়োজন।'

সেখানে আরও বলা হয়েছে, 'আওয়ামী লীগ ও তার ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহে জামায়াত শিবির, বিএনপি কর্মী, কাউয়া হাইব্রিড অনুপ্রবেশের এই ধারাবাহিকতা চলমান থাকলে একসময় মুক্তিযুদ্ধের চেতনা বলে কোনো কিছুই থাকবে না। অনতিবিলম্বে মুজিব আদর্শচ্যুত হয়ে আদর্শিকভাবে মৃত্যুবরণকারী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় যথাযথ পদক্ষেপ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ উজ্জীবিত করার প্রত্যাশা ব্যক্ত করছি।'

আওয়ামী লীগে অনুপ্রবেশ করিয়ে আগামীতে দলকে জনবিচ্ছিন্ন করার নীল নকশা বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ বলে বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করেন তারা।

এ সম্পর্কিত আরও খবর