রসিক নির্বাচন: তফশিল ঘোষণার দিনই অভিযোগ, ঘেরাও

আওয়ামী লীগ, রাজনীতি

সেন্ট্রাল ডেস্ক ১ | 2023-08-26 17:26:06

রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচনের তফসিল ঘোষণার দিনই বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সরফুদ্দীন আহম্মেদ ঝন্টুর বিরুদ্ধে বিলবোর্ড ও ফেস্টুন অপসারণ না করার অভিযোগ তুলেছেন দলের অপর মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক রাশেক রহমানের অনুসারীরা। চব্বিশ ঘণ্টার মধ্যে তা অপসারণের দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বেরও অভিযোগ এনে নির্বাচন কার্যালয় ও বিভাগীয় কমিশনার কার্যালয় ঘেরাও করেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন বর্তমান মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। ঘেরাও শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের কাছে অভিযোগের প্রতিকার চেয়ে তার হাতে স্মারকলিপি দেন রাশেক রহমানের সমর্থকরা। এ বিষয়ে জেলা যুবলীগের আহবায়ক রাশেদুন্নবী জুয়েল গণমাধ্যমকে বলেন, ‘সিটি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন পোস্টার-ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। কিন্তু বর্তমান মেয়র এখনো সেগুলো সরারননি। নির্বাচন কমিশন এ নিয়ে পক্ষপাতিত্ব করছে। আমরা নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। অন্যথায় বড় কর্মসূচি দেওয়া হবে।’ বিলবোর্ড-ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সুভাষ চন্দ্র সরকার গণমাধ্যমকে বলেন, পোস্টার ও দেয়াল লিখন নিয়ন্ত্রণ আইন-২০১২-এর ধারা অনুযায়ী আইন প্রয়োগ করবেন তারা। জানতে চাইলে এ বিষয়ে বর্তমান মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু বলেন, ‘রাশেক রহমানদের অভিযোগ সত্য নয়। সরকার আমাকে যেসব বিলবোর্ড-ফেস্টুন লাগাতে বলেছিল আমি শুধু সেগুলো লাগিয়েছি।’

এ সম্পর্কিত আরও খবর