আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল সাজে রাজধানী

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-12-20 20:12:33

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজধানী। বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে তুলে ধরা হয়েছে দলটির ইতিহাস আর ঐতিহ্য।

 

রোববার (২৩ জুন) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, পুরান ঢাকার নবাবপুর রোড থেকে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত সাজানো হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে।

এছাড়াও শহরের প্রধান সড়কগুলোর আইল্যান্ড ও মোড়েও দেখা গেছে দলের ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ড। এসবের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের ছবি শোভা পাচ্ছে।

বঙ্গবন্ধু পরিবারের বাইরে আওয়ামী লীগ প্রতিষ্ঠায় যাদের অনস্বীকার্য অবদান রয়েছে, তাদের মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও শামসুল হকের ছবি ঠাঁই পেয়েছে। আরও রয়েছে জাতীয় চার নেতার ছবি।

ব্যানার-ফেস্টুন-বিলবোর্ডগুলোতে তুলে ধরা হয়েছে আওয়ামী লীগ সরকারের সোনালি অর্জন, সাফল্য এবং উন্নয়নের চিত্র।

আরও পড়ুন: গৌরবময় ৭১ বছরে পা রাখল আ.লীগ

আরও পড়ুন: আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা

আরও পড়ুন: প্রতিষ্ঠাবার্ষিকীতে উজ্জীবিত তৃণমূলের নেতা-কর্মীরা

এ সম্পর্কিত আরও খবর