ব্যাংকগু‌লো মর‌তে ব‌সে‌ছে: আমীর খসরু

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 06:37:25

ব্যাংকগু‌লো মর‌তে ব‌সে‌ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

র‌োববার (২৩ জুন) রাজধানীর গুলশা‌নে এক‌টি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বা‌জেট সংলা‌পে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তি‌নি।

‌তিনি ব‌লেন, 'জনগ‌ণের সঙ্গে সরকা‌রের সম্পর্ক থাক‌লে তিন তিন বার ভোট চু‌রি কর‌তে হতো না। ভো‌টের আগের দিন একবার, ভো‌টের রা‌তে একবার, ভো‌টের দিন একবার চু‌রি ক‌রে‌ছে। য‌দি জনগ‌ণের সঙ্গে সম্পর্ক থাকে তাহ‌লে, জনগ‌ণের অধিকার ফি‌রিয়ে‌ দিন। মানুষ ঠিক ক‌রে দিক তা‌দের বা‌জেট কে দে‌বে, কে সরকার চালা‌বে? একজন মানুষ যি‌নি ব্যবসা, আবার সংস‌দে, আবার রাজনীতিতেও, যারা ভোট চু‌রি ক‌রে‌ছেন তারা সব এক জায়গায়। এদের ম‌ধ্যে কোনো পার্থক্য নেই।'

‌বিএনপির এই নেতা ব‌লেন, 'সরকা‌রের মূল প্রবৃদ্ধির বিষয়টা হ‌বে প্রাই‌ভেট সেক্ট‌রের ব্যবসার মাধ্য‌মে। বিএন‌পির লক্ষ্য ছিল বাংলা‌দে‌শের অর্থনীতি হ‌বে প্রাই‌ভেট ‌সেক্ট‌রের লাভ দি‌য়ে। দে‌শে এখন মেগা প্র‌জে‌ক্টের না‌মে ১২ কো‌টি টাকার প্র‌জেক্ট দেওয়া হ‌চ্ছে ৫০ কো‌টি টাকায়। জাহাজ ভাড়া বে‌শি দি‌চ্ছে। ছয় কো‌টির জায়গায় নয় কো‌টি দি‌চ্ছে। ব্যাংকগু‌লো মর‌তে ব‌সে‌ছে, মর‌তে দেন। দে‌শের সাধারণ মানু‌ষের টাকায় এসব ব্যাংকের ঘাট‌তি মেটা‌তে হ‌বে কেন?'

‌বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির নেতা আমীর খসরু সি‌ডি‌পির সংলা‌পে পৌঁছাতে দে‌রি হওয়ার কারণ বল‌তে গি‌য়ে ব‌লেন, 'আমা‌দের অধিকাংশ সময় কাট‌ছে কো‌র্টের বারান্দায়। মা‌ঝে মা‌ঝে জে‌লে যে‌তে হয়। আমা‌দের ওপর র‌য়ে‌ছে অগণিত মামলা।'

এ সময় উপস্থিত ছি‌লেন- সি‌পি‌ডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, সি‌পি‌ডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, সি‌পি‌ডির ডি‌স্টিংগুইজ ফেলো অধ্যাপক মুস্তা‌ফিজুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর