বিএসএমএমইউতে ‘পেট্রোল বোমা’, উদ্বিগ্ন বিএনপি

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 08:56:36

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রশাসনিক ভবন থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি। 

বৃহস্পতিবার (৬ জুন) এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ উদ্বেগের কথা জানান।

রিজভী বলেন, ‘চারবারের সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ভেতর থেকে বোমা উদ্ধার। এক বড় ধরনের মাস্টার প্ল্যানের অংশ কিনা তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার নিরাপত্তার ব্যাপারে সরকার উদাসীন অথবা অন্য কোনো নীল নকশার কাজ করছে। তাছাড়া সেখানাকার নিরাপত্তা বেষ্টনী এতো ঠুনকো থাকার কথা নয়।’

আরও পড়ুন: বিএসএমএমইউ’তে পেট্রোল বোমা ছিল না

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রশাসনিক ভবন থেকে পেট্রোল বোমা সাদৃশ্য একটা বস্তু উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধারের পর পুলিশ বলছে, ওটা পেট্রোল বোমা ছিল না। একটা বোতলের ভেতরে পেট্রোল ছিল।

এ সম্পর্কিত আরও খবর