মাহবুবুল হক শাকিলের মায়ের স্মরণ সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 23:58:50

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের মা নুরুন নাহার খানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ মে) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হল মিলনায়তনে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। স্মরণসভা আয়োজন করে ‘মাহবুবুল হক শাকিল সংসদ।’

সভায় বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজি বলেন, মাহবুবুল হক শাকিল আমার বয়সে অনেক ছোট হলেও খুব ঘনিষ্ঠ ছিল। তার মা নুরুন নাহার একজন শিক্ষিকা ছিলেন, ছিলেন একজন গুণী নারী। বাংলার ঘরে ঘরে এমন মা থাকলে শাকিলের মত মেধাবী ও গুণী মানুষের অভাব হতো না দেশে।

একটি জাতি গঠনের জন্য একজন মায়ের ভূমিকা অনেক। একজন মা পারেন তার সন্তানকে সুশিক্ষা দান করতে, যোগ করেন তিনি।

স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা বলেন, শাকিল ভাইয়ের মায়ের ব্যক্তিগত লাইব্রেরীতেই ছিল অনেক অনেক বই। এমন শিক্ষিত, গুণী মা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার।

মাহবুবুল হক শাকিল সংসদের সদস্য সচিব কামাল পাশা চৌধুরীর সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, পাঞ্জেরী প্রকাশনীর প্রধান নির্বাহী কামরুল হাসান শায়ক, অন্য প্রকাশের পরিচালক সিরাজুল কবির চৌধুরী কমল, আবৃত্তি শিল্পী লায়লা আফরোজ, অন্বেষা প্রকাশক শাহাদাৎ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, কবি মাহবুবুল হক শাকিলের মা নুরুন নাহার খান চলতি বছরের ৮ ফেব্রুয়ারি দিনগত রাত সোয়া ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এ সম্পর্কিত আরও খবর