গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা বিএনপির পবিত্র দায়িত্ব: মোশাররফ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-28 05:40:43

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ইতিহাস বলে আওয়ামী লীগ বার বার গণতন্ত্রকে হত্যা করেছে। বিএনপি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, তাই দেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা বিএনপির পবিত্র দায়িত্ব।’

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল (সাবেক নেতৃবৃন্দ)।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমান পার্লামেন্টে দুইজন ছাড়া সকলেই আওয়ামী লীগের মনোনীত ব্যক্তি। সর্বশেষ উপজেলা নির্বাচনে ৪৪৫ টি উপজেলার নির্বাচনে চারজন ছাড়া বাকীরা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। তাই বর্তমান সরকার নির্বাচিত নয়। এই সরকার পরিচালিত হচ্ছে আওয়ামী লীগের মনোনীত ব্যক্তিদের মধ্যমে। যেহেতু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিল না তাই তারাও বলতে পারবে না জনগণের ভোটে তারা নির্বাচত।’

তিনি বলেন, ‘দেশ নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা নয়, মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে অলিখিত বাকশাল প্রতিষ্ঠা হয়েছে। এর থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে।’

বিএনপি দুইবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, তারা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে না। অতএব আমাদেরই প্রবিত্র দায়িত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা করার। এটা বিএনপির দায়িত্ব। এজন্য গণতন্ত্রের 'মা' বেগম খালাদা জিয়াকে মুক্ত করতে হবে।

একই সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উপস্থিত ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আসুন আমরা একটি জায়গায় দাঁড়াই। সে জায়গাটা হচ্ছে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমান আর কাজী আসাদুজ্জামানের স্বপ্নের জায়গা। সেই স্বপ্ন হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার।’

সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবীব, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদল সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।

 

 

এ সম্পর্কিত আরও খবর