আবেদন না করলে প্যারোল বিবেচনার সুযোগ নেই: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-28 01:03:04

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবেদন না করলে তার প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। তিনি আবেদন করলেই শুধু সেটি বিবেচনা করার সুযোগ আছে। তিনি নিজে যদি না চান, তার আগে তাকে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনারই কোনো সুযোগ নেই। আর তাকে সরকার প্যারোলে মুক্তি দেওয়ার কোনো চিন্তা-ভাবনা করছে, এমনও নয়।’

রোববার (৭ এপ্রিল) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন- পিকেএসএফ আয়োজিত যুব সম্মেলন ২০১৯ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মতামতকে গুরুত্ব দিতে হবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য অবান্তর ও অমূলক। কারণ এখানে বেগম জিয়ার মতামতের বিষয় নেই, তিনি আবেদন করলেই শুধু তা বিবেচনার সুযোগ থাকে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, মির্জা ফখরুল ইসলাম, রুহুল কবির রিজভী, খন্দকার মোশাররফসহ তাদের অনেক নেতারা যেভাবে কথা বলছেন, মনে হয় তারা এক এক জন বিশেষজ্ঞ ডাক্তার। যিনি রোগী তিনি বলছেন আগের চেয়ে অনেক ভালো অনুভব করছেন, তার চিকিৎসা ভালো হচ্ছে।’

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আমাদের দলের সাধারণ সম্পাদককে (ওবায়দুল কাদের) স্কয়ার হাসপাতাল অতিক্রম করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বিশ্বমানের যে চিকিৎসা রয়েছে, সেটি সিঙ্গাপুর এবং ভারত থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররাও বলেছেন।’

পিকেএসএফ -এর সভাপতি অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক-২ ড. জসীম উদ্দিন বক্তব্য দেন।

এ সম্পর্কিত আরও খবর