বিএনপিকে দোষী করতেই তাসভীরকে গ্রেফতার: ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 08:43:00

সম্প্রতি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হওয়া মামলায় বিএনপি নেতা তাসভীর উল ইসলামকে অন্যায়ভাবে জড়িয়ে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘তাসভীর উল ইসলামকে গ্রেফতার সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের চরম ব্যর্থতায় জনমনে যে ধিক্কার উঠেছে, তা ভিন্নখাতে প্রবাহিত করতেই এই গ্রেফতার।’

রোববার (৩১ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাসভীর উল ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব। তাসভীর উল ইসলাম বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘তাসভীর উল ইসলাম ঐ ভবনের মালিকও নন কিংবা ডেভেলপারও নন। তিনি ভবন নির্মাতা প্রতিষ্ঠান বা বিল্ডার্স-এর থেকে ফ্লোর কিনেছেন মাত্র। সুতরাং তিনি কোনভাবেই দায়ী হতে পারেন না।’

সম্পূর্ণরুপে ক্ষমতার প্রভাব খাটিয়ে শুধুমাত্র জনগণের নিকট বিএনপিকে দোষী করার জন্য তাসভীর উল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ‘বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়ম-নীতি অনুসরণে সরকারের গাফিলতি রয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মতো সরকারি প্রতিষ্ঠানের দৈন্য-দশায় দেশে একের পর এক আগুনে পুড়ে মানুষের মৃত্যুতে যে ট্র্যাজেডির সৃষ্টি হচ্ছে, সেটির দায় অন্যের ঘাড়ে চাপিয়ে সরকার নির্দোষ সাজতে চাচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর