হাসপাতালে যাবেন না খালেদা জিয়া

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 11:23:03

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেছেন, ‘কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে আসবেন না।’

তিনি বলেন, ‘আমরা প্রস্তুত ছিলাম, মেডিকেল বোর্ড প্রস্তুত ছিল, কেবিন প্রস্তুত ছিল। সকল রোগীদের জন্য বিএসএমএমইউ প্রস্তুত থাকে।’ 

রোববার (১০ মার্চ) দুপুরে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লকের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘বিএসএমএমইউতে তাঁর (খালেদা জিয়া) চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সেখানে গিয়েছিল। এর আগে তাঁর যে চিকিৎসা দেওয়া হয়েছিল তার ফলোআপ হিসেবে আজকে আসার কথা ছিল।’

এদিকে বিএনপির সহযোগী সংগঠন ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। এমনকি হুইল চেয়ারে বসার যে পাদানি থাকে সেখানে ঠিকমতো বসতে পারেন না। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক এফএম সিদ্দিকী কারাগারে গিয়েছিলেন।’

‘সেখানে স্পষ্ট করে বলেছেন বেসরকারি হাসপাতাল ইউনাইটেডে উনার যে বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, তাদের অধীনে চিকিৎসা নিতে। তাঁকে পিজিতেই আনতে হবে এমন তো কথা নেই।’

খালেদা জিয়া চিকিৎসার জন্য প্যারোলে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়া প্যারোলে যাবেন কিনা সেটা উনার ব্যাপার। দেশেই চিকিৎসা পাচ্ছেন না, প্যারোলে মুক্তি তো পরের ব্যাপার।’

কারা কর্তৃপক্ষ জানিয়েছে খালেদা জিয়া বিএসএমএমইউতে আসতে চাইছেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন আসতে চাননি তা আমি জানি না। তবে তিনি কখনোই পিজিতে আসার পক্ষে ছিলেন না। এর আগে জোর করে পিজিতে আনা হয়েছিল। চিকিৎসা শেষ না করে পুনরায় কারাগারে নেওয়া হয়েছিল। অথচ ডাক্তাররাও সম্মতি দেননি।’

এ সম্পর্কিত আরও খবর