যারা হতাশ হয়, তারাই মামলা করে: নাসিম

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 01:27:33

ভোটে অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে বিএনপি ও গণফোরামের করা মামলার বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘যারা হতাশ হয়, তারাই কিন্তু মামলা করে। রাজনীতিতে মামলার কোনো স্থান নেই। রাজনীতি হচ্ছে মাঠের, নির্বাচনের এবং আন্দোলনের। যেখানে মামলাবাজরা কোনোদিন জিততে পারে না।’

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে চলমান রাজনীতির বিষয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাবেক এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, ‘বিএনপির নতুন করে নাম হয়েছে মামলাবাজ দল। মামলাবাজ ছাড়া কী বলব? তারা ট্রাইবুনালে গেছে। সেখানে গিয়ে কী হবে আমি বুঝতে পারি না। গেছেন, ভাল করেছেন। আপনাদের যাওয়ার অধিকার আছে, গেছেন।’

বিএনপির উদ্দেশে নাসিম বলেন, ‘এখনো সময় আছে, মেরুদণ্ড সোজা করেন। মেরুদণ্ড সোজা করে পার্লামেন্টে যান। সোচ্চার হয়ে কথা বলেন। না বললে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য মুছে যাবে আপনাদের নাম। এত খুশি হয়ে নির্বাচনে গেলেন, ঐক্যফ্রন্ট গঠন করলেন কেন? কেন আন্দোলন করতে পারলেন না, কেন প্রতিরোধ করলেন না, বলেন? মাঠ ছেড়ে চলে গেছেন, পালিয়ে গেছেন।’

তিনি আরও বলেন, ‘মাঠে আপনাদের কোনো শক্তি ছিল না। জনগণ আপনাদের সর্মথন করেন নাই।’

এ সম্পর্কিত আরও খবর