‘সাধারণ প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়’

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 05:26:34

দেশে এখন যে অবস্থা চলছে তাতে আইনের সাধারণ যে প্রক্রিয়া আছে তার মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার গ্রেফতার রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে, কোনো মামলার কারণে নয়। তাই সরকারের সদিচ্ছা ছাড়া তাকে মুক্ত করা যাবে না। সুতরাং তাকে মুক্ত করতে হলে আমাদের সবাইকে রাজপথে নেমে আসতে হবে। একমাত্র আন্দোলন দিয়ে তাকে আমাদের মুক্ত করে আনতে হবে।’

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর প্রেসক্লাবে খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এক নাগরিক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এ প্রতিবাদ সভার আয়োজন করে।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি খালেদা জিয়াকে জেলে রেখে কখনো আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না। তাই আমি বিএনপির সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই রাজপথে নেমে এসে খালেদা জিয়াকে মুক্ত করুন।’

তিনি আরও বলেন, ‘অধিকার বঞ্চিত এবং নির্যাতিত মানুষদের সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের (আওয়ামী লীগ) পতন ঘটানো হবে।’

একাদশ সংসদ নির্বাচন একটি প্রহসনের নির্বাচন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনে যে কারচুপি হয়েছে তা বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না। এ সরকার (আওয়ামী লীগ) বাকশালের মতোই আরেকটি সরকার কায়েম করেছে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমরা দেশের মানুষের ওপর, গণতন্ত্রের উপর বিশ্বাস রেখে নির্বাচনে গিয়েছি, তা কতটা সঠিক ছিল ইতিহাস একদিন বলে দেবে।’

নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা সাঈদ আসলাম বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনতে হবে। তিনি ছাড়া আমাদের কোনো বিকল্প নাই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- নাগরিক অধিকার আন্দোলনের উপদেষ্টা এম জাহাঙ্গীর আলমসহ বিএনপির তৃণমূল নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর