বিরোধীদলের আসনে বসবে জাপা

বিবিধ, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 09:37:45

জাতীয় পার্টি (জাপা) পূর্ণাঙ্গ বিরোধীদল হচ্ছে। তারা মন্ত্রিসভাতেও থাকছে না বলে এক বিবৃতিতে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে এমন এক বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে স্পিকারকেও সেভাবে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন জাপা চেয়ারম্যান।

পার্টির সংসদীয় দল অর্থাৎ বিরোধীদল নেতা হবেন এরশাদ। আর তার ছোট ভাই পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের হবেন বিরোধীদলের উপনেতা।

এ সম্পর্কিত আরও খবর