নিজেরা হামলা চালিয়ে আ'লীগের বিরুদ্ধে অভিযোগ: আবদুর রহমান

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪. কম | 2023-08-26 16:03:37

বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট নিজেদের লোক দিয়ে হামলা ও সহিংসতা চালিয়ে উল্টো আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নির্বাচন কমিশনে (ইসি) দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আবদুর রহমান।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন তিনি।

আবদুর রহমান বলেন, 'বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট প্রার্থীরা নিজেদের লোক দিয়ে এসব হামলা ও সহিংসতা চালাচ্ছে। আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। যা তাদের নেতাদের ফাঁস হওয়া ফোন আলাপ থেকে প্রমাণিত হয়েছে।'

তিনি আরও বলেন, 'নির্বাচনে পরাজয়ের নিশ্চিত আশঙ্কা থেকে তারা ঢাকাসহ সারা দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে বলে আমরা জেনেছি।'

সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট মন্তব্য করে তিনি বলেন, 'সেনাবাহিনীকে নিয়ে বিএনপি জামায়াতের এই ষড়যন্ত্র নতুন নয়। জিয়াউর রহমান মিথ্যা ক্যুয়ের নামে তথাকথিত ট্রাইব্যুনালে প্রহসনের বিচারে শত শত মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল। এখনও তারা সেনাবাহিনীর নামে বিভ্রান্তি ছড়াচ্ছে।'

তিনি আরও বলেন, 'এখন বিএনপি-জামাত-ঐক্যফ্রন্ট পরাজিত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রেসক্রিপশনে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আর সেনাবাহিনীর নামে বিভিন্ন ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক আইডি খুলে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।'

দেশ বিরোধী সকল অপতৎপরতা রোধে ব্যালটের মাধ্যমে জবাব দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'দেশবাসীকে বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের এ ধরনের অপতৎপরতা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। দেশ বিরোধী সকল অপতৎপরতা রোধে ব্যালটের মাধ্যমে জবাব দিন।'

সারাদেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি আগামী ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ আবারও বিপুল ভোটে বিজয়ী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরও খবর