গণতন্ত্রী পার্টির সভাপতি হলেন ব্যারিস্টার আরশ আলী, সম্পাদক দোলন ভৌমিক

বিবিধ, রাজনীতি

কনক জ্যোতি, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 17:37:49

বুধবার (১২ জালাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে গণতন্ত্রী পার্টির স্থগিত জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নতুন কমিটি অনুমোদিত হয়েছে। সভাপতি হয়েছেন ব্যারিস্টার আরশ আলী সম্পাদক দোলন ভৌমিক।

জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন ১৪ দলের অন্যতম শরিক দল ন্যাপ (মোজাফফর)-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, বাংলাদেশ জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া, ঐক্য ন্যাপ-এর সাধারণ সম্পাদক এ্যাড.আসাদুল্লাহ্ তারেক এবং ন্যাপ (এনামুল)-এর প্রেসিডিয়াম সদস্য হারুণ অর রশীদ।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সিকদার, সম্মেলনে শোক প্রস্তাব উপস্থাপন করেন প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা সরাফত আলী হীরা। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.জোহরুল হক, আরশাদ হারুন, নারী নেত্রী মোমতাজ রুমী, সুলতান আহমেদ বুড়ো প্রমুখ নেতৃবৃন্দ।

সম্মেলনে সম্পাদকের প্রতিবেদন পেশ করেন পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড.ভূপেন্দ্র ভৌমিক দোলন। সম্পাদকের প্রতিবেদনের উপর আলোচনা করেন এ্যাড.রফিক উদ্দিন আহমদ, শফি রেজা নূর, গুলজার আহমেদ, আবুল মুনসুর লনু, সুমি খান, দেলোয়ার হোসেন নানক প্রমুখ।

সম্মেলনে সাবজেক্ট কমিটি বৈঠকে বসার সময়ে এ অধিবেশনের সভাপতিত্ব করেন মোহাম্মদ আরিফ মিয়া। সাবজেক্ট কমিটির সভা শেষে সভাপতি মহোদয় পুনরায় সভা শুরু করে বিদায়ী কমিটি বিলুপ্ত করলে সাবজেক্ট কমিটির সভাপতি জেড এ ওয়াহেদ ঐ সম্মেলনে সভাপতিত্ব করেন। সভায় গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব সহ ব্যারিস্টার আরশ আলীকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলনকে সাধারণ সম্পাদক প্রস্তাব করে ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষনা করলে তা সর্ব সম্মতিতে অনুমোদিত হয়। সম্মেলন সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড.ভূপেন্দ্র ভৌমিক দোলন।

নতুন কমিটি শপথ গ্রহণের মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে সারাদেশের ৫১ টি জেলার প্রতিনিধিদের উপস্থিতিতে সম্মেলন সমাপ্ত হয়।

এ সম্পর্কিত আরও খবর