বিজয় দিবসেও আমরা আতঙ্কিত, ভারাক্রান্ত: ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 12:33:53

দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও গ্রেফতারের ফলে দেশের বিজয়ের দিনেও বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট আতঙ্কিত, ভারাক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের মহান বিজয় দিবস উপলক্ষে র‍্যালি-পূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'আজকে ৪৮ তম এই বিজয় দিবসে আমাদের আনন্দে থাকার কথা ছিল। কিন্তু আমরা আতঙ্কিত, ভারাক্রান্ত। আমাদের ওপর হামলা, নির্যাতন হচ্ছে। গ্রেফতার করছে, হামলা করছে৷ মির্জা আব্বাসের ওপর হামলা হয়েছে৷ মাহবুব উদ্দীন খোকনকে গুলি করা হয়েছে। এসব দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে৷ সব রকমের পক্ষপাতিত্ব শুরু করেছে। এইসব বন্ধ করতে হবে। সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, গ্রেফতার-হামলা বন্ধ করুন৷ অন্যথায় এর সকল দায় দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে।'

তিনি আরো বলেন, 'এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ৷ এই নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত হবে বেগম খালেদা জিয়াকে অন্যায় অবিচার থেকে আমরা মুক্ত করতে পারব কিনা।'

এ সময় জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা এবং নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, 'এটা বিজয়ের দিন, আমরা একটি লড়াইয়ে আছি। ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। গত ৫ বছরে সমস্ত নির্বাচন ক্ষমতাসীনরা ছিনতাই করেছে। এবারও সেটা চায়। আমরা আর সেটা হতে দিব না। আমরা আজ বিজয় র‍্যালি করছি৷ এই বিজয় র‍্যালি অব্যাহত রাখতে হবে।'

মহান বিজয় দিবস উপলক্ষে বেলা পৌনে ১২টায় বিজয় র‍্যালি বের করে বিএনপি ও ঐক্যফ্রন্ট। র‍্যালিটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে কাকরাইল, শান্তিনগর ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হয়৷

এ সম্পর্কিত আরও খবর