তারেক রহমানকে দেশে আসতে বাধা দিচ্ছে সরকার: ফখরুল

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 06:11:08

ঢাকা: মিথ্যা মামলা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে বাধা দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় জড়ানো হয়েছে। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এক এগারোর সরকারের বর্ধিতাংশ আওয়ামী লীগ। এক এগারোর সরকার যে মামলায় তারেক রহমানের নাম অভিযোগ পত্রে দিতে পারে নি। ক্ষমতাসীন হওয়ার পর সেই মামলায় সম্পূরক চার্জশিট দিয়ে তারেক রহমানের নাম দেয়া হয়েছে। সুতরাং এই নাম দেয়া সরকারের প্রতিহিংসা চরিতার্থ করার নামান্তর।  নির্দোষ তারেক রহমান আওয়ামী সরকারের আক্রোশের শিকার।

তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বেআইনিভাবে কারাগারে আটক রেখেছে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর