শেখ সেলিমের নাতির জানাজার কারণে সংসদের অধিবেশন পেছাল!

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-10 02:14:07

একাদশ জাতীয় সংসদ অধিবেশনের সময় পৌনে দুই ঘণ্টা পেছানো হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার সকাল ১০টার দিকে হঠাৎ করে সংসদের গণ সংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় অধিবেশন শুরু হবে সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে।

এছাড়া পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী বিকেল ৪টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক স্থগিত করা হয়েছে। নতুন শিডিউল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) কারণে অধিবেশনের সময় পেছানো হয়েছে।

সম্প্রতি শ্রীলঙ্কায় বোমা হামলায় শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী মারা যায়। বুধবার দুপুর একটায় মরদেহ দেশে পৌঁছাবে। আসরের নামাজের পর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে জায়ানকে দাফন করা হবে। জায়ানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নানা শেখ সেলিম শোকাহত।

আরও পড়ুন: কলম্বোতে বোমা হামলা: শেখ সেলিমের নাতি মারা গেছে

আরও পড়ুন: শেখ সেলিমের নাতির মরদেহ সমাহিত হবে বুধবার

এ সম্পর্কিত আরও খবর