গণভবনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-09-01 08:29:33

ঢাকা: সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুধবার সকাল ১০টার পর থেকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। ঈদুল আজহা উপলক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

এ সময় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন মন্ত্রী, সাংসদ সদস্য, আওয়ামী লীগের কার্য নির্বাহী পরিষদের সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্য, বুদ্ধিজীবী, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিকসহ সাধারণ মানুষ। এরপর প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় সরকারের উন্নয়নের কথা নেতাকর্মীদের নিজের এলাকার মানুষের কাছে তুলে ধরার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের সমৃদ্ধি বৃদ্ধির জন্য কাজ করছে সরকার। জনগণ খুশি থাকলে, তারা ভোট দিলে, আবারও বিজয়ী হব, ক্ষমতায় আসব। আমরা দেশের মানুষের জন্য কাজ করছি।’

এ সময় প্রধানমন্ত্রী জাতির পিতাসহ ১৫ আগস্ট ও ২১ আগস্টে নিহত সবার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশের মানুষের সুখ-সমৃদ্ধির জন্য কাজ করার চেষ্টা করছি। ব্যথা বুকে নিয়ে শোকের মাসেও সবার জন্য ঈদ আনন্দ শান্তিপূর্ণ করতে কাজ করছি।’

এ সম্পর্কিত আরও খবর