পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট   | 2023-08-31 07:42:16

মানিকগঞ্জ: ব্যস্ততম পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নৌরুট পারের অপেক্ষায় চার শতাধিক যানবাহন অপেক্ষামাণ রয়েছে। একসাথে অতিরিক্ত গাড়ির চাপ ও নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ক্রমেই বড় হচ্ছে অপেক্ষামাণ যানবাহনের লাইন।

সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ছোট বড় মিলে ৪ শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে যাত্রীবাহী বাস রয়েছে ১১০ টি, ব্যক্তিগত ছোট গাড়ির সংখ্যা দুই শতাধিক এবং গরুবাহী খালি ফেরৎ ট্রাকের সংখ্যাও শতাধিক।

পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষামাণ এসব যানবাহনগুলোকে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তবে ছোট গাড়ির ক্ষেত্রে অপেক্ষামাণ সময়ের পরিমাণ কখনো কখনো দুই ঘন্টাও ছাড়িয়ে যাচ্ছে।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে পাটুরিয়া নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘাট এলাকায় অপেক্ষামাণ চার শতাধিক যানবাহনের বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, একদিকে নদীতে প্রচন্ড স্রোতে ফেরি চলাচলে সময় লাগছে আগের চেয়ে বেশি। অপরদিকে আবার ভোর থেকেই নৌরুট পারের অপেক্ষায় আসা যানবাহনের চাপও রয়েছে।

এতে করে ঘাট এলাকায় আসা যানবাহনগুলোকে লাইনে দাঁড়িয়ে বেশ কিছু সময় অপেক্ষামাণ থাকতে হচ্ছে। নৌরুটে ছোট বড় মিলে ২০ টি ফেরি চলাচল করছে। দুপুর নাগাদ যানবাহনের চাপ কিছুটা কমতে পারে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর