ফোন কলে দেড় হাজার বাসায় খাবার পৌঁছে দিল ডিএসসিসি

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 17:16:29

লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে খাদ্য সহায়তা নিতে বিব্রতবোধকারীদের জন্য হটলাইনের মাধ্যমে বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

এ পর্যন্ত হটলাইন নম্বরে ১০ হাজার ১৭৪ জন ফোন করে ত্রাণের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। এর মধ্যে দুই হাজার ৫৭৩ জন খাদ্যসামগ্রী বাসায় পৌঁছানোর জন্য রেজিস্ট্রেশন করেছেন। যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে দেড় হাজার ৮৭ জনের বাসায় এরই মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ৯৮৬ জনের বাসায়ও পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে অথবা পরিবারের সদস্যদের সামনে হাত পেতে খাদ্যসামগ্রী নিতে যারা বিব্রতবোধ করেন, তাদের বাসায় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন, তা বাস্তবায়ন করে চলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

সীমিত পরিসরে চলমান এ কার্যক্রমের আওতায় হটলাইন ০১৭০৯৯০০৭০৩ এবং ০১৭০৯৯০০৭০৪ নম্বরে ফোন করার জন্য আগ্রহীদের অনুরোধ জানানো হয়েছে ডিএসসিসির পক্ষ থেকে।

এ সম্পর্কিত আরও খবর