করোনায় ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 16:38:33

করোনা আক্রান্ত ২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.আবুল কালাম আজাদ।

শুক্রবার (৩ এপ্রিল) করোনাভাইরাস (কোভিড-১৯) এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্সে রুমে সরাসরি প্রেস ব্রিফিং-এ কথা জানান তিনি।

তিনি বলেন, যখন কারও শরীরে করোনার লক্ষণ থাকে তখন তাকে সঙ্গরোধে রাখা হয়। তার শরীর সুস্থতার দিকে গেলে পর পর দুইটি পরীক্ষা করা হয়। সে পরীক্ষায় তার রেজাল্ট নেগেটিভ আসলে আমরা বাড়ি ফিরে যেতে বলি। সে তখন স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে পারে।

এর আগে লাইভ ব্রিফিংয়ে সংযুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন করে দেশে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত ৬১ জন। নতুন কেউ মারা যাননি।

দেশে নতুন ৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৬১

করোনা আক্রান্তদের বিষয়ে ডা.আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ ঘণ্টায় ৫১৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ৫ জন মোট আক্রান্ত ৬১ জন। আইইডিসিআরের বাইরে যে ল্যাবগুলো রয়েছে সেগুলোতে এই পাঁচ জনের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত করা হয়। আক্রান্ত ৬১ জনের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন ২৯ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৭ জন নিজেদের বাড়িতে চিকিৎসা নিচ্ছেন আর বাকি ২২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

এ সম্পর্কিত আরও খবর