নানা আয়োজনে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 19:43:04

শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 
 
রোববার (৮ মার্চ) বিকেলে এ উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। 
 
শোভাযাত্রাটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে গাঙ্গিনারপাড় এলাকা প্রদক্ষিণ শেষে ফের প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাব মিলনায়তনে জেলার সকল সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে একটি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। 
 
পরে সন্ধ্যায় জেলা প্রশাসক ও প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিত রায়ের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
 
প্রতিষ্ঠাবার্ষিকী
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত ব্যক্তিবর্গ

এসময় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, আনোয়ারুল আবেদীন তুহিন, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সাংসদ মনিরা সুলতানা মনি, সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ময়মনসিংহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ এস এম হাবীবুল্লাহ এবং মোমতাজ উদ্দীনকে সংবর্ধনা প্রদান করা হয়। 
 
সভা ও সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অনুষ্ঠানে আগত অতিথি ও সাংবাদিকবৃন্দ। 
 
উল্লেখ্য, ১৯৫৯ সালের ৮ মার্চ ময়মনসিংহ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৮৭ জন সদস্য রয়েছেন এই প্রেসক্লাবে।

এ সম্পর্কিত আরও খবর