বরিশালে বিদেশি চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসা

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-28 07:00:34

বরিশালে শুরু হয়েছে ১১ দিনব্যাপী দেশি-বিদেশি চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের মারিয়া মাদার জেনারেল হাসপাতালে জন্মগতভাবে ঠোঁট কাটা, তালু কাটা, পোড়া ক্ষত, হাড়ভাঙ্গা, অতিরিক্ত আঙ্গুল, জন্মগত ত্রুটি ও টিউমারের অপারেশনসহ নানা জটিল রোগের চিকিৎসা প্রদান করা শুরু হয়।

স্বেচ্ছাসেবী সংস্থা আলোশিখা রাজিহারের পরিচালক জেমস মৃদুল হালদার বার্তা২৪.কমকে জানান নেদারল্যান্ড থেকে আগত বিদেশি ও বাংলাদেশি ডাক্তারদের সমন্বয়ে সাত সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও অপারেশন প্রদান করছে।

ক্যাম্পে বরিশালের বিভিন্ন উপজেলাসহ সাতক্ষীরা, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুর জেলা থেকে বিভিন্ন রোগীরা সেবা নিতে এসেছেন। প্রথমদিনেই চারজন জটিল রোগীর অপারেশন সম্পন্ন করা হয়ছে। পর্যায়ক্রমে অন্যান্য রোগীদের অপারেশনও সম্পন্ন করা হবে।

এ চিকিৎসা সেবা কার্যক্রম চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত । এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি ) ক্যাম্পের উদ্বোধন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর