পাড়া-মহল্লায় ঘুরছে ক্ষুধার্ত বানর

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-22 22:43:01

রংপুর মহানগরীতে এক সপ্তাহ ধরে একটি ক্ষুধার্ত বানরকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় বানরটির আচমকা উপস্থিতিতে আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ। কখনো সড়কে, কখনো বাড়ির ছাদে নতুবা বাজারে দেখা মিলছে বানরটির। বেওয়ারিশ এ বানরটিকে আটক করতে ৭ বার অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ক্ষুধার জ্বালায় বানরটি খাবারের খোঁজে বিভিন্ন জায়গায় গেলেও উৎসুক মানুষের ভিড়ে ভীত হয়ে আরেক এলাকায় চলে যাচ্ছে।

জানা গেছে, গত এক সপ্তাহে নগরীর পশ্চিম জুম্মাপাড়া, কামাল কাছনা, মুলাটোল, শাপলা চত্বর, স্টেশন রোড ঘোড়াপীর মাজার এলাকায় খাবারের সন্ধানে বানরটিকে ঘুরে বেড়াতে দেখা গেছে। এ সময় অনেকে ক্ষুধার্ত বানরটিকে কলাসহ বিভিন্ন রকম ফলমূল খেতে দিলেও ভয়ে বানরটি পালিয়ে যায়।

স্টেশন এলাকার ঘোড়াপীরের মাজার রোডের বাজারের ব্যবসায়ী আহমেদ ও শফিকুল জানান, বানরটিকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছিল। বানরটি খাবারের আশায় বারবার মাটিতে নেমে আসলেও উৎসুক জনতার ভিড়ে ভীত হয়ে কোনো গাছের ডালে অথবা বাসা-বাড়ির ছাদে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।

এদিকে বানরটিকে আটক করতে গিয়ে একাধিকবার ব্যর্থ হয়ে ফিরে গেছেন রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

রংপুর চিড়িয়াখানার কিউরেটর ডা. আম্বার আলী তালুকদার বলেন, ‘আমরা বানরটিকে আটকের জন্য একাধিকবার অভিযান পরিচালনা করেছি। কিন্তু বারবার অবস্থান পরিবর্তন করায় আটক করা সম্ভব হয়নি। এটি চিড়িয়াখানার বানর নয়।’

এ সম্পর্কিত আরও খবর