ক্ষুদে সওয়ারীদের ঘোড়দৌড় প্রতিযোগিতা

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,খুলনা | 2023-08-23 22:21:37

খুলনায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদে সওয়ারীরা চাবুক হাতে নিয়ে এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে জেলার রূপসা উপজেলার আইচগাতি গ্রামের স্থানীয় পুটিমারি বিলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে জে কে এস ক্রীড়া সংস্থা।

ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে খোলা মাঠে উপস্থিত হয়েছিল আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ। দুপুরের পর থেকেই বিস্তীর্ণ মাঠের চারিদিক থেকে দর্শকরা আসতে থাকে। ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হলে করতালিতে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। প্রতিযোগিতায় খুলনার বিভিন্ন অঞ্চল থেকে ২৫টি ঘোড়ার মালিক অংশ নেন। ঘোড়দৌড় উৎসবকে কেন্দ্র করে এ অঞ্চলে গ্রামীণ মেলা বসে।

ক্ষুদে সওয়ারীদের ঘোড়দৌড় প্রতিযোগিতা 

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর বিভিন্ন সময়ে ঘোড়দৌড়, ষাঁড়ের লড়াই, লাঠি খেলা, বানর নাচ, মোরগ লড়াই, সাপ খেলাসহ বিভিন্ন খেলা আয়োজন করা হয় এখানে। বিশেষ করে ধান কাটার পরে গ্রামবাসীর চিত্তবিনোদনের কথা মাথায় রেখে প্রতিবছর এসব প্রতিযোগিতা আয়োজন করা হয়। গ্রামবাসীদের ঢলে আমাদের এ আয়োজন সার্থকতা লাভ করে।

এ সম্পর্কিত আরও খবর