রংপুরে নতুন বই পাবে প্রাথমিকের ২৮ লাখ শিক্ষার্থী

রংপুর, জাতীয়

ফরহাদুজ্জামান ফারুক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-25 18:22:39

নতুন বছর, নতুন বই। আনন্দ উৎসবে মেতে উঠবে শিশুরা। বই বিতরণে প্রস্তুত সবই। সারাদেশের মতো রংপুর বিভাগেও একই চিত্র। নতুন বছরের শুরুতে রংপুরের আট জেলায় ২৮ লাখ শিক্ষার্থী বিনামূল্যে নতুন বই পাবে। এর মধ্যে শুধু রংপুর জেলার তালিকাতে রয়েছে ৪ লাখ ৬১ হাজার ১১ জন শিক্ষার্থী।

প্রাক-প্রাথমিক ও কিন্ডার গার্টেনসহ সব সরকারি-বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবেন। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে বার্তা২৪.কমকে এসব তথ্য জানিয়েছেন রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা জিয়াছমিন আখতার।

বই বিতরণের আগাম প্রস্তুতি রয়েছে জানিয়ে বিভাগীয় এ কর্মকর্তা বলেন, নতুন বছরের পহেলা জানুয়ারি রংপুর বিভাগের আট জেলার প্রাক-প্রাথমিক, কিন্ডার গার্টেনসহ প্রাথমিক স্তরের সব সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৭ লাখ ৪৩ হাজার ৫৯২ শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হবে।

নতুন বই হাতে শিক্ষার্থীরা, পুরনো ছবি

এদিকে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ২৭ লাখ ৪৩ হাজার ৫৯২ শিক্ষার্থীর মধ্যে গাইবান্ধা জেলায় ১ হাজার ৫২৪টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৬৩ হাজার ৭৪৫ জন, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ২৪০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩ লাখ ৩৭ হাজার ১২৭ জন, লালমনিরহাট জেলায় ৭৬৭টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৩৬ হাজার ৬১৪ জন, রংপুর জেলায় ১ হাজার ৪৯১টি প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৬১ হাজার ১১ জন, নীলফামারী জেলায় ১ হাজার ৯২টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৯ হাজার ৫৩৫ জন, দিনাজপুর জেলায় ২ হাজার ৭৬টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৫৬ হাজার ২৪৬ জন, ঠাকুরগাঁও জেলায় ৯৯৮টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ২৬ হাজার ৫৮ জন ও পঞ্চগড় জেলায় ৬৮৩টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১ লাখ ৫২ হাজার ৭৭৯ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হবে।

এদিকে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, বর্তমান সরকার শিশুদের জন্য নতুন বছরের শুরুটা বই উৎসবের করেছে। আমরা কয়েক বছর ধরে সরকারের দেওয়া নতুন বই প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করছি। এবারও উৎসবের আমেজেই ক্ষুদে শিক্ষার্থীরা বই উৎসব উদযাপন করবে।

রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) খন্দকার মো. ইকবাল হোসেন বার্তা২৪.কমকে জানান, প্রতিটি জেলায় বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণের সব প্রস্তুতি শেষ হয়েছে। এরই মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে চাহিদা অনুযায়ী বই পৌঁছে দেওয়া হয়েছে। আমরা বিগত সময়ের মত আনন্দ ও উৎসব মুখর পরিবেশে বছরের শুরুতে বিনামূল্যে নতুন বই বিতরণ করব।

বিনামূল্যে বিতরণের জন্য দেওয়া বই নিয়ে কোনো অনিয়ম, দুর্নীতি বা উৎকোচ গ্রহণের অভিযোগ পাওয়া গেলে অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর