ঢাকা থেকে চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-30 08:09:05

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার ৮ ঘণ্টা পর রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১টা ৩০ মিনিটে ওই স্টেশনের প্রবেশমুখে ঢাকাগামী ১১ নম্বর 'নোয়াখালী একপ্রেস' ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে চট্টগ্রামের সঙ্গে সিলেট ও ঢাকাসহ সকল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কুমিল্লা, লাকসাম জংশনসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকালে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এরপর সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ সম্পর্কিত আরও খবর